Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
’’ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (ICT) ব্যবহার জরিপ ২০২৩’’ এর তথ্যসংগ্রহকারী এবং সুপারভাইজিং কর্মকর্তাদের অফিস আদেশ ও প্রশিক্ষণ সংক্রান্ত ।
বিস্তারিত

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) কর্তৃক বাস্তবায়নাধীন “ব্যক্তি ও খানা পর্যায়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (ICT) ব্যবহারের সুযোগ ও প্রয়োগ পরিমাপ” শীর্ষক প্রকল্পের আওতাধীন “তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (ICT) ব্যবহার জরিপ-২০২৩” কার্যক্রম দেশ ব্যাপী মাঠ পর্যায়ে নির্ধারিত ১২৮৪টি পিএসইউতে আগামী ০১ ফেব্রুয়ারি, ২০২৩ খ্রি. থেকে ৩০ এপ্রিল, ২০২৩ খ্রি. CAPI (Computer Assisted Personal Interviewing) পদ্ধতিতে পরিচালিত হবে। তথ্যসংগ্রহকারিগণকে আগামী ২৯-৩১ জানুয়ারি ২০২৩ মোট ০৩ (তিন) দিন সকাল ৯:০ টা হতে বিকাল ৪:০০ টা পর্যন্ত বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর অডিটরিয়ামে প্রশিক্ষণ প্রদান করা হবে এবং একইসাথে সুপারভাইজিং কর্মকর্তাগণের ০৩ (তিন) দিনের  প্রশিক্ষণ কার্যক্রম আগামী ২-৩১ জানুয়ারি ২০২৩ খ্রি. তারিখে সকাল ৯.০০ ঘটিকা থেকে বিকাল ৪.০০ ঘটিকা সময়ে অনুষ্ঠিত হবে। বিবিএস এর সদর দপ্তরের কর্মকর্তা/কর্মচারীগণ বিবিএস অডিটোরিয়ামে এবং বিভাগ বা জেলা পর্যায়ের কর্মকর্তাগণ Zoom Platform এর মাধ্যমে অংশগ্রহণ করবেন। উল্লেখ্য প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠান সকাল ১০.০০ ঘটিকায় অনুষ্ঠিত হবে বিধায় বিবিএস এর সদর দপ্তরের সুপারভাইজিং কর্মকর্তা ও মাঠ পর্যায়ের তথ্য সংগ্রহকারীগণ সকাল ৯.০০ ঘটিকায় উপস্থিত থাকার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।     

বি:দ্র: জাতীয় পরিসংখ্যান দিবস ২০২৩ কে অগ্রাধিকার দিয়ে ভ্রমণ করতে হবে।

 

ICT 2023 is inviting you to a scheduled Zoom meeting.

Time: Jan 29, 2023 10:00 AM Almaty

Join Zoom Meeting
https://us04web.zoom.us/j/72950773845?pwd=9lqbR3qCwkRTq3pSgl9wxN4HRobViX.1

Meeting ID: 729 5077 3845
Passcode: dmH56J



ছবি
প্রকাশের তারিখ
25/01/2023
আর্কাইভ তারিখ
25/01/2030